‘উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ : উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ সুগত বসু প্রকাশ করলেন উদার আকাশ পত্রিকার উৎসব সংখ্যা - ২০২৫ শনিবার এলগিন রোডের নেতাজী ভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে 'উদার আকাশ' পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪৩২ প্রকাশ করেন ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুগত বসু। 'উদার আকাশ' পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গবেষক ফারুক আহমেদ পত্রিকাটি ইতিহাসবিদ সুগত বসুর হাতে তুলে দেন। অধ্যাপক সুগত বসু বলেন 'উদার আকাশ' ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ করে আমি সত্যি খুব আনন্দিত। প্রথমে যে লেখাটি আমি খুলে দেখলাম সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম-এর কাব্য মহানবী (সা:)। তাছাড়া নানান কবিতা ও লেখা এখানে ছাপা হয়েছে। আশা করি এই পত্রিকায় আরও সুন্দরভাবে বাংলা সাহিত্যের চর্চা চলতে থাকবে।' বাঙালির মননের উৎকর্ষ আকাশে দাগ রেখে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ চব্বিশ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে 'উদার আকাশ' পত্রিকাটি। এদিন পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রতন ভট্টাচার্য। সুগত বসু আশির দশকের মাঝামাঝি সময় থেকেই আমেরিকা য...
বাংলা সাহিত্য : সাহিত্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন, অনলাইন সাহিত্য পত্রিকা