‘উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ :
![]() |
উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ |
সুগত বসু প্রকাশ করলেন উদার আকাশ পত্রিকার উৎসব সংখ্যা - ২০২৫
শনিবার এলগিন রোডের নেতাজী ভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে 'উদার আকাশ' পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪৩২ প্রকাশ করেন ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুগত বসু।'উদার আকাশ' পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গবেষক ফারুক আহমেদ পত্রিকাটি ইতিহাসবিদ সুগত বসুর হাতে তুলে দেন। অধ্যাপক সুগত বসু বলেন 'উদার আকাশ' ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ করে আমি সত্যি খুব আনন্দিত। প্রথমে যে লেখাটি আমি খুলে দেখলাম সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম-এর কাব্য মহানবী (সা:)।
তাছাড়া নানান কবিতা ও লেখা এখানে ছাপা হয়েছে। আশা করি এই পত্রিকায় আরও সুন্দরভাবে বাংলা সাহিত্যের চর্চা চলতে থাকবে।'
বাঙালির মননের উৎকর্ষ আকাশে দাগ রেখে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ চব্বিশ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে 'উদার আকাশ' পত্রিকাটি। এদিন পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রতন ভট্টাচার্য।
সুগত বসু আশির দশকের মাঝামাঝি সময় থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ইতিহাসে তার বিষয় হল দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের ইতিহাস। ২০০১ সাল পর্যন্ত সুগত বসু মার্কিন যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। তারপর তিনি শিক্ষক হিসাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
বাঙালির মননের উৎকর্ষ আকাশে দাগ রেখে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ চব্বিশ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে 'উদার আকাশ' পত্রিকাটি। এদিন পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রতন ভট্টাচার্য।
সুগত বসু আশির দশকের মাঝামাঝি সময় থেকেই আমেরিকা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। ইতিহাসে তার বিষয় হল দক্ষিণ এশিয়া ও ভারত মহাসাগরের ইতিহাস। ২০০১ সাল পর্যন্ত সুগত বসু মার্কিন যুক্তরাষ্ট্রের টাফস ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন। তারপর তিনি শিক্ষক হিসাবে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে যোগদান করেন।
এদিন 'উদার আকাশ' পত্রিকার লেখা ও বিষয় ভাবনার উচ্ছ্বসিত প্রশংসা করেন অধ্যাপক সুগত বসু। পত্রিকায় যুক্ত সাধনার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়। পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ বলেন ইতিমধ্যেই আইএসএন যুক্ত সৃজন সাহিত্যের দ্বিভাষিক রিসার্চ জার্নাল হিসেবে 'উদার আকাশ' বিশ্ব দরবারে সমাদৃত হয়েছে। অধ্যাপক সুগত বসু এবারের বিশেষ সংখ্যা প্রকাশ করায় আমারা গর্বিত। এবারের সংখ্যাতে সত্যজিৎ রায়, ঋত্বিক ঘটক, রবীন্দ্রনাথ ঠাকুরের রক্তকরবী থেকে কাজী নজরুল ইসলামের উপর মূল্যবান লেখা প্রকাশিত হয়েছে।
বিশ্বসাহিত্য, কবিতা, গল্প, পুস্তক আলোচনা, প্রবন্ধ, স্মৃতিচারণ, ভ্রমণকথা, নাটক, চলচিত্র, মিশনকথা, ইসলাম চর্চা থেকে বহু বিষয় উঠে এসেছে। স্বনামখ্যাত লেখক তালিকায় সমৃদ্ধ করেছে পত্রিকাকে।
মন্তব্যসমূহ