বিশেষ সংবাদদাতা : চিনা সংসদের অধিবেশন শুরুর আগে এক সংবাদ সম্মেলনে চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র কোভিড প্যানডেমিক নিয়ে চিনের বিরুদ্ধে 'মিথ্যা ভিত্তিহীন ষড়যন্ত্র তত্ত্ব' ছড়িয়ে দুই দেশের মধ্যে নতুন এক শীতল যুদ্ধ শুরুর চেষ্টা করছে। চিনা মন্ত্রী বলেন, গত কয়েক দশক ধরে দুই দেশের সহযোগিতার ফলে যে সুফল তৈরি হয়েছে, তা নষ্ট করলে তাতে আমেরিকার নিজের ক্ষতি তো হবেই, পুরো বিশ্বের স্থিতিশীলতা এবং সচ্ছলতা সংকটের মুখে পড়বে। চিনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সম্প্রতি হোয়াইট হাউজের বাণিজ্য বিষয়ক উপদেষ্টা পিটার নাবারো বলেন যে, চীন করেনাভেইরাসে আক্রান্ত লাখ লাখ মানুষকে বিমানে উঠিয়ে সারা পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে যাতে একটি প্যানডেমিক তৈরি হয়। এ কথায় প্রচণ্ড ক্ষেপেছে বেইজিং। কিন্তু প্রশ্ন হচ্ছে এ সময় চিনকে কোণঠাসা করে নতুন এক শীতল যুদ্ধের চেষ্টা কি শুধুই ডোনাল্ড ট্রাম্প বা তার কিছু সহযোগীর কাজ?
বাংলা সাহিত্য : সাহিত্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন, অনলাইন সাহিত্য পত্রিকা