ভারতে গত কয়েক বছর ধরেই কৃষিক্ষেত্রে সমস্যা বেড়ে চলেছে। কৃষক সংগঠনগুলির অভিযোগ, চাষীরা ফসলের উপযুক্ত দাম পাচ্ছেন না, অন্যদিকে ঋণ বেড়েই চলেছে। এরই প্রতিবাদ হিসাবে ভারতের আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে মনোনয়ন জমা দেবেন ১১১ জন কৃষক।
উত্তরপ্রদেশের বারাণসী কেন্দ্র থেকে গতবারের মতোই এবারও প্রার্থী হচ্ছেন নরেন্দ্র মোদী।সেখানেই ভোটে লড়তে চলেছেন এই কৃষকরা।
তারা বলছেন, ফসলের উপযুক্ত দাম আর দক্ষিণ ভারতের নদ-নদীগুলির সংযুক্তিকরণের মাধ্যমে চাষের জলের ব্যবস্থা করার দাবীতে তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করছেন। কিন্তু সরকার তাদের কথা কানেই তুলছে না।
বিবিসি বাংলাকে তিনি টেলিফোনে আরও বলছিলেন যে এই দাবী নিয়ে তাদের সংগঠনের প্রায় ৪০০ সদস্য দিল্লিতে ১৪০ দিন ধরে ধর্ণা দিয়েছেন। তবুও সরকারের মনোভাব পাল্টায় নি। এবার তাই ভোটের লড়াইতে সবাই মিলে মি. মোদীর বিরুদ্ধেই প্রার্থী হতে চলেছেন।
কৃষক নেতা মি. আয়াকান্নুর কথায়, "আমাদের কাছে এত অর্থ নেই, যা দিয়ে মনোনয়ন পেশ করা বা প্রচার চালানো যায়। তাই অনেক নাগা সন্ন্যাসী যেভাবে কোনও পোষাক না পরেই থাকেন সেখানে, আমরাও সেইভাবেই ভিক্ষা চাইব মানুষের কাছে। সেটাই হবে আমাদের দুর্দশার কথা মানুষের কাছে তুলে ধরার পদ্ধতি।"
ভোটে লড়লেও জেতার আশা করছেন না এরা কেউ। তবে নরেন্দ্র মোদীর কেন্দ্রে গিয়ে সেখানকার মানুষকে বোঝাতে চাইছেন যে তাদের এলাকার সংসদ সদস্য কীভাবে চাষীদের দাবীকে উপেক্ষা করে চলেছেন।
এবার আমরা তাই কারও মুখের কথায় ভরসা করব না। বিজেপি যদি লিখিত প্রতিশ্রুতি দেয় আমাদের দাবী মানার, তাহলেই একমাত্র আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ভোটে লড়া থেকে বিরত হব।"
ওদিকে তেলেঙ্গানা রাজ্যের হলুদ আর জোয়ার চাষীরাও বলছেন সে রাজ্যের সরকার ফসলের উপযুক্ত দামের বন্দোবস্ত করতে পারে নি। তাই তেলেঙ্গানা রাষ্ট্র সমিতির নেত্রী কে. কভিতার বিরুদ্ধে নিজামাবাদ কেন্দ্র থেকে ২০০রও বেশী কৃষক মনোনয়ন পেশ করেছেন সোমবার।
সূত্র : বিবিসি
মন্তব্যসমূহ