চীন-রাশিয়া-উত্তর কোরিয়া ত্রিপক্ষীয় বৈঠক গতকাল (মঙ্গলবার) রাশিয়ায় রাজধানী মস্কোয় অনুষ্ঠিত হয়। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু খাং আজ (বুধবার) বেইজিংয়ে এ-তথ্য জানিয়ে বলেন, বৈঠকে কোরীয় উপদ্বীপ সমস্যার শান্তিপূর্ণ ও রাজনৈতিক সমাধান নিয়ে আলোচনা হয়েছে।
লু খাং বলেন, উপদ্বীপ পরিস্থিতির উন্নয়নকে স্বাগত জানিয়েছে তিন পক্ষ। সমস্যার রাজনৈতিক সমাধানের প্রতিও সমর্থন জানানো হয়েছে। তিন পক্ষের মতে, উপদ্বীপকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার প্রক্রিয়া এবং সেখানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার কাজ একসঙ্গে হওয়া উচিত।
উল্লেখ্য, ত্রিপক্ষীয় আলোচনায় তিন দেশের উপ-পররাষ্ট্রমন্ত্রীরা অংশগ্রহণ করেন।
সূত্র : CRI.
মন্তব্যসমূহ