সিরিয়ায় উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশের বিরুদ্ধে কথিত যুদ্ধরত মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ভুলবশত তাদের মিত্র কুর্দি গেরিলাদের ওপর বিমান হামলা চালিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-যোর প্রদেশে এ হামলা হয়েছে এবং এতে অন্তত ছয় কুর্দি গেরিলা নিহত হয়।
সামরিক ও কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে রাশিয়ার গণমাধ্যম জানিয়েছে, মার্কিন জোটের দুটি এফ-১৫ বিমান গতকাল (বুধবার) দেইর আজ-যোর প্রদেশের হাজিন শহরে বোমাবর্ষণ করে। সূত্রটি জানিয়েছে, অপেশাদারি এ ঘটনায় অন্তত ১৫ কুর্দি গেরিলা আহত হয়েছে। কোন দেশের বিমান এ হামলায় অংশ নিয়েছে তা অবশ্য পরিষ্কার নয়।
সূত্রটি আরো বলেছে, “গত ছয় মাস ধরে এ অঞ্চলে কথিত সন্ত্রাসবাদ-বিরোধী যুদ্ধ চালাচ্ছে আমেরিকা এবং এর মাধ্যমে তারা সিরিয়ায় তাদের উপস্থিতির ন্যায্যতা প্রমাণ করাতে চায়।”
এ সূত্র বলছে, মার্কিন নেতৃত্বাধীন জোটের এমন তৎপরতার কারণে শুধু দায়েশ-বিরোধী যুদ্ধই বাধাগ্রস্ত হচ্ছে না বরং তাদের কুর্দি মিত্র এসডিএফ বার বার ক্ষতির মুখে পড়ছে।#
পার্সটুডে/এসআইবি/১৮
মন্তব্যসমূহ