চিনের শিল্প ও তথ্যায়ন বিষয়ক উপ-মন্ত্রী এবং জাতীয় মহাকাশ ব্যুরোর মহাপরিচালক চাং খ্য চিয়ান গতকাল (সোমবার) ৬৯তম আন্তর্জাতিক মহাকাশ সম্মেলনে বলেছেন, বিভিন্ন দেশের সঙ্গে মহাকাশ সহযোগিতা চালাতে চীন আগ্রহী।
তিনি বলেন, এ বছরের ডিসেম্বরে চীন 'ছাং এ' চার নম্বর অনুসন্ধান যন্ত্র পাঠাবে। সে সময় নেদারল্যান্ডস, জার্মানি, সুইডেন, সৌদি আরবসহ সংশ্লিষ্ট দেশগুলোর বহনকাজ গ্রহণ করবে 'ছাং এ' ৬ নম্বর মহাকাশযান।
৬৯তম আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন গতকাল (সোমবার) জার্মানিতে শুরু হয়েছে। সম্মেলন চলবে ৫দিন। বিশ্বের ৬ হাজার ৩ শতাধিক নভোচারী এবং মহাকাশ সংস্থা ও শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও বিশেষজ্ঞ সম্মেলনে অংশ নেন।১৯৫০ সাল থেকে আন্তর্জাতিক মহাকাশ সম্মেলন প্রতি বছর একবার করে আয়োজিত হয়। একে বিশ্বে মহাকাশ জগতের এক মহাসম্মিলনী বলে অভিহিত করা হয়।
মন্তব্যসমূহ