ভাল পুষ্টিকর এবং স্বাস্থ সম্মত খাবার কি আপনাকে নানারকম অসুখবিসুখ থেকে দূরে সরিয়ে রাখতে পারে? শুধু তাই নয়, এর ফলে কি চিকিৎসাখাতে আপনার খরচ অনেক কম হবে?
সান ফ্রান্সিসকোতে অবস্থিত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় এবং স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের যৌথ প্রচেষ্টায় একটি নতুন গবেষণা শুরু হবে। এইধরনের অন্যান্য গবেষণায় ইতোমধ্যে চিকিৎসা খরচে শতকরা ৫৫ শতাংশ হ্রাস পেয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রোগীদের 'খাদ্যের সহজ ও স্বাস্থ্যকর পরিবর্তন’ই এর কারণ।
আজকের বিজ্ঞান ও প্রযুক্তি পর্বে বিষয়ে VOA-এর সংবাদদাতা Arturo Martinez এর প্রতিবেদনটির বাংলা রূপান্তর পড়ে শোনাচ্ছেন জয়তী দাশগুপ্ত।
মন্তব্যসমূহ