যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন চীন ও জাপান সহ ছয়টি দেশের মুদ্রার উপর নজর রাখা তাঁরা অব্যাহত রাখছেন। অর্থ মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সাথে সেইসব দেশের বিশাল বাণিজ্য উদ্বৃত্ত থাকার দৃষ্টান্ত তুলে ধরা হয়।
ষন্মাসিক প্রতিবেদনে কোন দেশকে মুদ্রা নিয়ে স্বার্থ উদ্ধার করায় নিয়োজিত হিসেবে চিহ্নিত করা হয়নি।
তবে কর্মকর্তারা বলছেন তা স্বত্বেও মুদ্রা নিয়ে উদ্দেশ্য সাধনে জড়িত হওয়া বন্ধ করতে চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, জার্মানি ও সুইজারল্যান্ডকে তাঁরা তাঁদের নজরদার তালিকায় রাখবেন।
অর্থমন্ত্রী স্টিভেন ম্নুশিন এক বিবৃতিতে বলেছেন মুদ্রা স্বচ্ছতার অভাব চীনের রয়েছে এবং ইউয়ানের সাম্প্রতিক দুর্বলতা হচ্ছে বিশেষ একটি উদ্বেগ।
প্রতিবেদনে উল্লেখ করা হয় যে জাপান ২০১১ সাল থেকে মুদ্রা বাজারে হস্তক্ষেপ করেনি। তবে যুক্তরাষ্ট্রের বিপরীতে দেশটির বিশাল বাণিজ্য উদ্বৃত্ত নিয়ে এতে উদ্বেগ প্রকাশ করা হয়।
ম্নুশিন গত সপ্তাহে আভাষ দিয়েছিলেন যে দ্বিপাক্ষিক বাণিজ্য আলোচনায় দেশের মুদ্রার অবমূল্যায়নের চেষ্টা প্রতিহত করার একটি ব্যবস্থা প্রবর্তনের অনুরোধ জাপানকে তিনি করবেন।
জাপান ও যুক্তরাষ্ট্রের আলোচকরা নতুন একটি বাণিজ্য চুক্তি ঠিক করে নেয়ার জন্য জানুয়ারি মাসের মধ্যে বৈঠকে বসতে প্রস্তুত আছেন।
মন্তব্যসমূহ