জার্মান এবং ফরাসি মহাকাশ সংস্থার পরিচালক কোম্পানিরা জানিয়েছে যে জাপানের হায়াবুসা-২ মহাকাশযান থেকে অবমুক্ত পর্যবেক্ষক রোবোটটির রিউগু গ্রহাণুতে নিরাপদ অবতরণের বিষয়টি তারা নিশ্চিত করেছে।
জাপানের মহাকাশ সংস্থা জাক্সা জানায় যে জাপান সময়ে বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনের সময় তারা এই খবর পায়।
রোবোটটি নাম হল মাসকট বা মোবাইল এসটেরয়ড সারফেস স্কাউট।জার্মান এবং ফরাসি মহাকাশ সংস্থা মিলে যৌথ ভাবে এটি নির্মাণ করে এবং এর আকার হল একটি মাইক্রোওয়েভ ওভেনের মত।
মঙ্গলবার গ্রহাণুর পৃষ্ঠের কাছাকাছি মহাকাশযানটি নামার চেষ্টা করে। বুধবার এটি সফলভাবে রোবোটটিকে অবমুক্ত করতে পারে তবে জাক্সা জানিয়েছিল যে দিনের পরের দিকেই তারা এই বিষয়টি নিশ্চিত করতে পারবে।
রোবটটি দর্শনযোগ্য মাইক্রোস্কোপ দিয়ে সজ্জিত যার সাহায্যে গ্রহাণুর পৃষ্টভাগে খনিজ পদার্থের উপাদান বিশ্লেষণ করে দেখা যাবে। রোবটটি সেখানকার চৌম্বক ক্ষেত্র এবং তাপমাত্রাও মাপতে পারবে।
রিউগুর শিলাখণ্ডের মধ্যে জল রয়েছে কিনা তা নিশ্চিত করতে এই উপাত্ত বিজ্ঞানীদের সাহায্য করবে। এর থেকে গ্রহাণুর উৎস সম্পর্কে জানা যেতে পারে।
উৎস : এন এইচ কে (জাপান)।
মন্তব্যসমূহ