ক্যালিফোর্নিয়া রাজ্যের উত্তরাঞ্চলে ব্যাপক দাবাগ্নি ছড়িয়ে পড়ায় সেখানে জরুরী অবস্থা ঘোষণা করা হয়েছে এবং অনেক কিছু পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। দমকল বাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, প্যারাডিস শহরটি একেবারে ধ্বংস হয়ে গিয়েছে। একাধিক মানুষ আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে তবে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।
কর্তৃপক্ষ এবং সংবাদ মাধ্যমের খবরে বলা হয় আগুনে হাজার হাজার ঘড় বাড়ীর ক্ষতি হয়েছে। শহর বাসীদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। এপর্যন্ত ঊনসত্তর কিলোমিটারের বেশি এলাকা পুড়ে গেছে।
আশেপাশের শহরেও আগুন ছড়িয়ে পরার আশংকা প্রকাশ করেছেন কর্মকর্তারা।
উৎস : ভিওএ
মন্তব্যসমূহ