দক্ষিণ সুদানে নারী ও শিশুদের উপর যৌন নির্যাতনের ঘটনা বেড়েই চলেছে৷ ১৮ ডিসেম্বর আলোচনায় বসবে জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিল৷
দক্ষিণ সুদানে সম্প্রতি দেড়শ'রও বেশি নারী ও কিশোরীকে ধর্ষণ ও যৌন হয়রানির অভিযোগ উঠেছে৷ তাদের উপর ধর্ষণসহ বিভিন্ন ধরনের যৌন অত্যাচার চালানো হয়েছে বলে জানিয়েছেন তিনটি জাতিসংঘ সংস্থার নেতারা৷
তিনটি সংস্থাই ঐ হামলার তীব্র নিন্দা জানিয়ে, অবিলম্বে কর্তৃপক্ষকে এর বিচারের দাবি জানিয়েছেন৷ গত সপ্তাহে ডক্টর্স উইদাউট বর্ডার্স জানিয়েছিল, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ত্রাণ বিতরণের সময় সেখানে পৌঁছানোর পথে ১২৫ নারী ধর্ষণের শিকার হয়েছিলেন৷ জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসও এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন৷ এক বিবৃতিতে তিনি দক্ষিণ সুদানের সব রাজনৈতিক দলকে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন৷ পাশাপাশি এসব ঘটনা তদন্ত করে বিচারের দাবি জানিয়েছেন তিনি৷
মন্তব্যসমূহ