এনএইচকে, জাপান : জাপানের প্রধানমন্ত্রী শিনযো আবে এপ্রিল মাসের ১ তারিখে দেশের নতুন একটি রাজত্বকালের নামকরণ ঘোষণা করবেন। বর্তমান রাজত্বকালের নাম হচ্ছে হেইসেই। দিনের শুরুতে মন্ত্রীসভার অনুমোদন লাভের পর এই ঘোষণা প্রচারিত হবে। মে মাসের ১ তারিখে যুবরাজ নারুহিতো সিংহাসনে আসীন হওয়ার সময় থেকে নতুন কালের নাম দেশে প্রচলিত হবে। এর একদিন আগে সম্রাট আকিহিতো সিংহাসন ত্যাগ করবেন। জাপানে প্রতিবার নতুন একজন সম্রাটের সিংহাসন আরোহণ চিহ্নিত করতে সম্রাটের রাজত্বকালের জন্য নতুন একটি নাম ঠিক করে নেয়া হয়। আগামী শুক্রবার এক সংবাদ সম্মেলনে আবে তাঁর সেই পরিকল্পনার রূপরেখা তুলে ধরতে চাইছেন।
বাংলা সাহিত্য : সাহিত্য বিষয়ক অনলাইন ম্যাগাজিন, অনলাইন সাহিত্য পত্রিকা