'বাংলা সাহিত্য'
প্রকাশের জন্য আপনার মূল্যবান লেখাটি এখনি পাঠিয়ে দিন।
লেখা পাঠাবার নিয়ম :
স্লাইড শো-এর নিচে দেখুন।
এটি বাংলা সাহিত্য বিষয়ক অন-লাইন ম্যাগাজিন। নবীন ও প্রবীণ লেখকদের লেখা নিয়ে সেজে উঠবে 'বাংলা সাহিত্য'।
সাহিত্য চর্চার পাশাপাশি থাকবে আম-বাঙালির প্রাত্যহিক
জীবনের প্রয়োজনীয় সুলুক-সন্ধান। 'বাংলার মুখু', 'বাংলাদেশের মুখ', 'ভারতেরমুখ',এবং 'বিশ্বের মুখ' এই সুলুক-সন্ধানের জন্য থাকছে। একবার পরখ করে দেখতে পারেন পেজ বাটনগুলিতে (উদা : 'বাংলার মুখ') ক্লিক করে। আপনি চাইলে লেখাও পাঠাতে পারেন।
লেখা পাঠাবার নিয়ম :
১) লেখা পাঠানোর আগে অবশ্যই আমাদের ম্যাগাজিনটি Follow করুন। Follow করার জন্য উপরের (সার্চ বাটনের ডান দিকে) থ্রি লাইনার বাটনে 👉 (𑁔) ক্লিক করুন । ক্লিক করে সম্পদকরের ছবির নিচে Follow বাটনে ক্লিক করুন ।
২) ম্যাগাজিন Follow না করলে আপনার মনোনীত লেখা প্রকাশে বিলম্ব হতে পারে। এমন কি প্রকাশ না হতেও পারে।
৪) লেখাটি অবশ্যই 'MS WORD' File অথবা 'GOOGLE DOCS' File হিসাবে Attach করে পাঠাবেন।
৫) লেখার নিচে লিখে দেবেন আপনার পুর্ণাঙ্গ ঠিকানা ও মোবাইল নম্বর
৬) আলাদা word বা google docs এ পাঠাবেন আপনার সংক্ষিপ্ত পরিচয়।
৭) অন্য জায়গায় প্রকাশিত কোন লেখা পাঠাবেন না।
৮) লেখার সঙ্গে এককপি রঙিন ফটো ( সাম্প্রতিক কালের ) পাঠাতে ভুলবেন না।
মনে রাখবেন,
১) লেখা মনোনীত হলে ভয়েজ রেকর্ডিং করে পাঠাতে হবে। কীভাবে পাঠ (কবিতা, গল্প, ইত্যাদি) শুরু করবেন? শুনে নিন এখানে ক্লিক করে।
২) ভয়েজ রেকর্ডিংয়ে সমস্যা থাকলে যোগাযোগ করুন আমাদের সঙ্গে।
ম্যাগাজিনের বিশেষ বৈশিষ্ট্য :
১) এতে নবীন লেখকদের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
২) এই ম্যাগাজিন কপি প্রটেক্টেড। অর্থাৎ এখন থেকে আপনার লেখা কেউ চুরি করতে পারবে না।
৩) আপনার লেখা আজীবন ওয়েবে থেকে যাবে। যখন খুশি আপনি তা এখানে দেখতে পাবেন এবং অবশ্যই শেয়ার করতে পারবেন।
৪) এই ম্যাগাজিনের মাধ্যমে আপনার লেখা সারা বিশ্বের বাঙালির কাছে পৌঁছানোর ব্যবস্থা আছে।
লেখা পাঠানোর বিকল্প ব্যবস্থা
আপনি চাইলে 'ভিউ ওয়েব ভার্সন' ক্লিক করে ডেক্সটপ মোড-এ যেতে পারেন এবং লেখা জমা করতে পারেন। এক্ষেত্রে 'আপনার লেখা / মতামত জমা করুন' অংশের 'Message' বক্সে আপনার লেখা কপি- পেস্ট করে 'SEND' বাটনে ক্লিক করুন।
আপনার লেখা ইমেল করুন এই ঠিকানায় : editorbsali@gmail.com
বাংলায় টাইপ করার জন্য BANGLA KEYBORAD টি INSTAL
করুন। দরকারে আমাদের সঙ্গে যোগাযোগও করতে পারেন।