২০১৮ সালে আমেরিকা যত অস্ত্র বিক্রি করেছে তার অর্ধেক কিনেছে মধ্যপ্রাচ্যর আরব দেশগুলো। মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগনের একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এ তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্যে অস্ত্র বিক্রি পরিমাণ আরো বাড়াতে চায় ওয়াশিংটন।
মার্কিন সামরিক নিরাপত্তা সহযোগিতা সংস্থা বা ডিএসসিএ’র পরিচালক লেফটেন্যান্ট জেনারেল চার্লস হুপার সোমবার জানান, ২০১৮ সালে মধ্যপ্রাচ্যের দেশগুলো তিন হাজার কোটি ডলারের বেশি অর্থের অস্ত্র ও অন্য সামরিক সরঞ্জাম কিনেছে। জেনারেল হুপার জানান, ২০১৮ সালে আমেরিকা বহির্বিশ্বে মোট সাড়ে পাঁচ হাজার কোটি ডলারের অস্ত্র বিক্রি করেছে।
জেনারেল হুপার দাবি করেন, সারা বিশ্বে মার্কিন সামরিক সরঞ্জাম সেরা এবং সেজন্য তারা শুধু আশাবাদীই থাকবেন না বরং অস্ত্র বিক্রির জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন যাতে সংযুক্ত আরব আমিরাতসহ বৃহত্তর মধ্যপ্রাচ্যের অংশীদার হিসেবে থাকতে পারে আমেরিকা। এজন্য সামরিক ঠিকাদারদের সুবিধা দিতে ডিএসসিএ নানা পদক্ষেপ নেবে বলেও পেন্টাগনের এ সামরিক কর্মকর্তা জানান।
সূত্র : পার্সটুডে/এসআইবি/২০
মন্তব্যসমূহ