গত সপ্তাহে বৃহস্পতিবার (২৮শে ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সংসদে ঘোষণা করেন পাকিস্তান "শান্তির বার্তা" দিতে আটক ভারতীয় পাইলটকে মুক্তি দেবে।
আরও খবর : ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
আরও খবর : ভেনিজুয়েলায় সামরিক হস্তক্ষেপের বিরুদ্ধে আমেরিকাকে চীনের হুঁশিয়ারি
ইমরান খানের এই ঘোষণার সময় দিল্লিতে বিজ্ঞানীদের একটি সম্মেলনে ভাষণ দিচ্ছিলেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মি: খানের ওই ঘোষণার কয়েক মুহূর্ত পরেই মি: মোদী পাকিস্তানকে বিদ্রূপ করে মন্তব্য করেন, "পাইলট প্রজেক্ট শেষ হল" এবং "এখন আমাদের আসল খেলায় নামতে হবে" (পাইলট প্রজেক্ট বলে তিনি পাইলটের ঘটনাকে একধরনের পরীক্ষা বলে ইঙ্গিত করে থাকবেন।) তার সমর্থকরা তার এই বক্তব্যে উল্লাস প্রকাশ করেছে, কিন্তু অনেকেই তার এই মন্তব্যকে রুচিহীন ও উদ্ধত মনে করেছে।
যদিও কেউ কেউ বলছেন মি: খান হয়ত তার দেশবাসীর কাছে, এমনকী ভারতেও বহু মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা প্রমাণের লড়াইয়ে জিতে গেছেন, কিন্তু ভারতে নিজের ঘাঁটি নিয়ন্ত্রণে মি: মোদী যে পুরো হেরে গেছেন তেমনটা এখনই বলা যাবে না।
মন্তব্যসমূহ