প্রয়াত হলেন ‘বড়মা’ বীণাপাণি দেবী। বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরেই পিজি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। বিভিন্ন অঙ্গ বিকল হওয়ায় আজ মঙ্গলবার রাত ৮টা ৫২ মিনিটে তাঁর মৃত্যু হয়।
উল্লেখ্য, বার্ধক্যজনিত অসুস্থতার কারণে গত কয়েক দিন ধরে তিনি অসুস্থ ছিলেন।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, একটি মেডিক্যাল টিম সর্বক্ষণ তাঁর উপর নজর রাখছিলেন। । অন্য দিকে হাসপাতালে ভর্তির পর থেকেই নিয়মিত চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ রাখছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে চিকিৎসকদের সঙ্গেও একাধিক বার মুখ্যমন্ত্রী কথা বলেন তিনি।
মন্তব্যসমূহ