ইতিহাসের পাতায় চোখ রাখলে, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র যে আমেরিকা, তা বুঝতে অসুবিধা হয় না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তা লাগামহীন হয়ে পড়েছে। মূলত গায়ের জোরে পেরে ওঠেনা বলে কেউ কিছু বলে না। ব্যতিক্রম শুধু মধ্যপ্রাচ্যের গুটিকতক (ইরান, তুরস্ক ইত্যাদি) দেশ।
চিনের উইঘুরদের নিয়ে আমেরিকার মায়া কান্নার শেষ নেই। অথচ প্যালেস্টাইনিদের বেলায় চোখ বন্ধ করে থাকে এবং ইসরাইলকে নির্লজ্জের মত অস্ত্র যোগান দিয়ে যায় এবং এখনও দিচ্ছে, যা সেখানকার নিরীহ নারী-শিশুদের নির্বিচারে হত্যার কাজে ব্যবহার করে ইসরাইল। উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনিদের ভূমি জোর করে দখল করা ও অধিকৃত অঞ্চলে জবরদখল কায়েম রাখা। এরাই আবার মানবাধিকারের কথা বলে, জাতির আত্মনিয়ন্ত্রের কথা বলে।
এরাই গণতন্ত্রের কথা বলে চিনের বিরোধিতা করে এবং নির্লজ্জের মত মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা করে। নির্লজ্জ দ্বিচারিতা এর চাইতে বেশি কী হতে পারে?
মন্তব্যসমূহ