দমদম বই মেলার উদ্বোধনে প্রকাশিত হলো ব্রাত্য বসুর নতুন নাটকের বই 'এই রাত তোমার আমার'
ফারুক আহমেদ
গত শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ দমদম বই মেলার উদ্বোধন হল। সেই সঙ্গে প্রকাশিত হলো ব্রাত্য বসুর নতুন নাটকের বই 'এই রাত তোমার আমার'।বই মেলার আয়োজনে দক্ষিণ দমদম পুরসভার পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়।
এ বছর (দ্বিতীয় বর্ষের) ‘রাহুল সাংকৃত্যায়ন সাহিত্য সম্মান ২০২৪’ পুরস্কার প্রাপক কথাসাহিত্যিক জনাব আনসারউদ্দিন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিশিষ্ট সাহিত্যিক এবং দমদম বইমেলার আজকের উদ্বোধক উল্লাস মল্লিক, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় (সংগঠক প্রকাশক সংস্থা), বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, প্রাক্তন পৌরপ্রধান ও লেখক ড. পাচু রায়, দমদম বিধানসভার পৌর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্যরা।
সাহিত্য থেকে সিনেমা, নাটক থেকে অভিনয়, ব্রাত্য বসু বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বড্ড মনে পড়ে ব্রাত্যজনের প্রথম নাট্য প্রযোজনা ‘রুদ্ধসঙ্গীত’। ২০০৯ সাল থেকে খুব কাছ থেকে দেখছি এই বিরল প্রতিভাকে। বাম বিকল্পের সন্ধানে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত করতে বহু আন্দোলনের মুখ ব্রাত্য বসু। বামফ্রন্ট সরকারের পতন ঘটাতে তুখড় লেখালেখি ও বক্তব্য রেখেছিলেন ওই সময় বিভিন্ন পত্রিকায় এবং টেলিভিশনের পর্দায়। যুক্তিতর্কের দিক থেকে তাঁর বক্তব্য, নাটক, সিনেমা, অভিনয়, পথসভা, মিছিল, গণ আন্দোলনের কান্ডারি হয়ে উঠেছিলেন ব্রাত্য বসু।
কথাসাহিত্যিক ও চলচ্চিত্র নির্মাতা হিসেবে ব্রাত্য বসু উজ্জ্বল নক্ষত্র। তিনি যখন যে কাজটি করেছেন চূড়ান্ত পর্যায়ে সফল হয়েছেন। এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সব থেকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালনেও সফল। শিক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ স্কুলশিক্ষা ও উচ্চশিক্ষা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী হয়ে বহু ঐতিহাসিক কাজ করছেন। অনেক নতুন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করছেন। বাংলার মুখ উজ্জ্বল করছেন ব্রাত্য বসু। বাঙালির গর্ব ব্রাত্য বসু কেন্দ্রের ধ্বংসাত্মক শিক্ষা নীতির বিরুদ্ধে সর্বাত্মক বিরোধিতা করছেন। হাজার ব্যস্ততার মধ্যেও কলম সচল রাখতে তিনি বদ্ধপরিকর। ধারাবাহিক উপন্যাস, সমালোচনা, নাটক লেখার পাশাপাশি পরিচালক হিসেবে ব্রাত্য বসু দাগ কেটে গিয়েছেন।
ঐতিহাসিক দায়িত্ব পালনে রাজ্যবাসীর কাছে তিনি পূজনীয়। বাংলার আধুনিক শিক্ষা প্রসারের জন্য সদা শিক্ষা দফতরকে প্রাণবন্ত করে তুলতে বদ্ধপরিকর হয়েছেন। ব্রাত্য বসু বহুমাত্রিক প্রতিভার অধিকারী হয়েও বিদ্যুৎ গতিতে এগিয়ে চলেছেন। মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছেন। বিভিন্ন সমাজকল্যাণে অগ্রনায়ক হয়ে বিরাজ করছেন। আগামীতে মানুষের মনে দাগ কেটে ইতিহাস হয়ে বিরাজ করবেন ঐতিহাসিক চরিত্র ব্রাত্য বসু।
বহু গ্রন্থের প্রণেতা ব্রাত্য বসু। সাহিত্যের চর্চাকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ লেখার জন্য ব্রাত্য বসু পাঠক দরবারে সমাদৃত হয়েছেন। বিভিন্ন বিষয়ে গবেষণার ফসল যা উচ্চ মানের সাহিত্য সৃষ্টি হয়েছে। সব্যসাচী লেখক ও অত্যন্ত রঙিন মানুষ হিসেবে চিহ্নিত হয়েছেন। বিষয় ভাবনা ও বৈচিত্র্যময় কর্মসূচির মধ্যে রয়েছেন তিনি স্বতন্ত্র। উচ্চমানের সাহিত্য সৃষ্টি করে পাঠক দরবারে সমাদৃত হয়েছেন। নাটক থেকে অভিনয়, চলচ্চিত্র নির্মাতা থেকে সম্পাদনা, রাজনৈতিক কর্মসূচি পালন করা থেকে সব দিক দশভুজা হয়ে একা হাতেই সামলাতে পারার আর এক নাম ব্রাত্য বসু।
--------xx-------
মন্তব্যসমূহ