সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশ। সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে।

গত ঊনত্রিশে অক্টোবর সন্ধ্যায় কথাসাহিত্যিক সৈয়দ মুস্তাফা সিরাজের ঊননব্বইতম জন্মদিন উপলক্ষে রোটারি সদনে এক মনোজ্ঞ সাহিত্য সমাবেশে 'সৈয়দ মুস্তাফা সিরাজ আকাদেমি পুরস্কার' প্রদান করা হলো কথাসাহিত্যিক সমীর রক্ষিতকে। তাঁর হাতে এই পুরস্কার তুলে দিলেন কবি শঙ্খ ঘোষ। অনুষ্ঠানে সভামুখ্য হিসেবে ছিলেন কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলকাতায় বাংলাদেশের উপরাষ্ট্রদূত তৌফিক হাসান। আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক সুমিতা চক্রবর্তী ও কথাসাহিত্যিক অমর মিত্র। অনুষ্ঠানের শুরুতে দুটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করেন সুস্মিতা পাত্র। অতিথিদের অভ্যর্থনা জানান কথাসাহিত্যিক অভিজিৎ সেন, স্বপ্নময় চক্রবর্তী, তপন বন্দ্যোপাধ্যায় ও রামকুমার মুখোপাধ্যায়। সুস্মিতাকে অভ্যর্থনা জানায় আবৃত্তিশিল্পী চন্দ্রিমা রায়। এইসঙ্গে সিরাজ ও সমীর রক্ষিতের  সংক্ষিপ্ত জীবনী পাঠ করে শোনায় চন্দ্রিমা। সিরাজের সাহিত্য নিয়ে আলোচনা করেন অমর মিত্র আর সমীর রক্ষিতের সাহিত্য নিয়ে সুমিতা চক্রবর্তী। বাংলাদেশেও শিক্ষিত পাঠকদের কাছে সমাদৃত সিরাজ, বলেন তৌফিক হাসান। সবশেষে সভামুখ্য শীর্ষেন

বাংলাদেশে ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ শুরু

বাংলাদেশে বিতর্কিত ডিজিটাল নিরাপত্তা আইনের প্রয়োগ শুরু হয়ে গেছে। রাজনীতিক, সাংবাদিক, অংশীজনের প্রতিবাদ সত্ত্বেও গত ১৯শে সেপ্টেম্বর আইনটি জাতীয় সংসদে পাস হয়। প্রেসিডেন্ট আব্দুল হামিদ গত ৮ই অক্টোবর বিলে সম্মতি দেন। এই আইনের প্রতিবাদ জানাতে অনেকটা নজিরবিহীনভাবে জাতীয় দৈনিকের সম্পাদকরা রাজপথে মানববন্ধন করেন। আইনটি সংশোধনের দাবিতে সারাদেশের সাংবাদিকরাও প্রতিবাদ জানান। আইনমন্ত্রী, তথ্যযোগাযোগ প্রযুক্তিমন্ত্রী ও তথ্যমন্ত্রী সম্পাদকদের সঙ্গে বৈঠক করে আইনটি সংশোধনের প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট জানিয়ে দেন আইনটি সংসদে পাস হয়ে গেছে। এই অবস্থায় সংশোধনের সুযোগ নেই। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচনের আগে সংশোধনের সুযোগ নেই। আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো প্রতিবাদ জানানো অব্যাহত রেখেছে। যুক্তরাষ্ট্রের তরফে এই আইনের সমালোচনা করে বলা হয়েছে, এ নিয়ে সরকার ও সুশীল সমাজের মধ্যে সংলাপ জরুরি। যুক্তরাষ্ট্র আরো বলেছে, আইনের প্রয়োজন আছে ঠিকই, তবে গণতন্ত্র ও উন্নয়নকে বিসর্জন দিয়ে নয়। ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ জানিয়েছে। এ আইনে সর্বোচ্চ সাজা ১৪ বছর। ১ কো

মানুষের বয়স বাড়লে শরীরের মধ্যে যে নয়টি পরিবর্তন ঘটে

বয়স বেড়ে যাওয়া নিয়ে নারী পুরুষ সবার মধ্যেই কম-বেশী উৎকণ্ঠা রয়েছে। বয়স তো আটকানো যায় না। কিন্তু বয়স বাড়ার গতি যদি একটু কমিয়ে দেয়া যায়, অথবা শরীরে বয়সের ছাপ যাতে দেরিতে আসে, এ নিয়ে বিজ্ঞানীদের নানা ধরণের গবেষণাও রয়েছে। বিজ্ঞানীদের সাম্প্রতিক এক গবেষণা বলছে, শরীরবৃত্তীয় নয়টি উপসর্গের মাধ্যমে বোঝা যায় যে আপনার বয়স হচ্ছে। স্পেনের বিজ্ঞানী ম্যানুয়েল সেরানো সেই দলে রয়েছেন। তিনি বলছেন, একেকজন মানুষের বয়স বাড়ার লক্ষণ একেক রকম, কিন্তু সবারই তো বয়স বাড়ছেই। গবেষণায় তারা দেখেছেন, মানুষসহ যেকোন স্তন্যপায়ী প্রাণীর বয়স বাড়ার লক্ষণ প্রায় একই, অর্থাৎ যে সব শরীরবৃত্তীয় পরিবর্তন ঘটে তা প্রায় একই রকম। ১. ডিএনএ ক্ষয়প্রাপ্ত হতে থাকে আমাদের ডিএনএ শরীরের ভেতরকার কোষগুলোর মধ্যে প্রবাহিত এক ধরণের জেনেটিক কোড। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এর মধ্যে ভুল হবার সুযোগ বাড়ে। ছবির কপিরাইটGETTYImage captionবয়স বাড়ার সঙ্গে সঙ্গে কোষ ক্ষয় হকে থাকে সেই ভুলগুলো শরীরের কোষের মধ্যে জমা হতে থাকে। এ সময়ে জেনেটিক স্থায়িত্ব কমে যায়, যে কারণে স্টেম সেলের কার্যকারিতা কমে যায়। ২. ক্রোমোজোম ক

আমেরিকার দিকে অভিবাসীদের স্রোত: বিশ্বের সবচেয়ে বড় শরণার্থী ক্যারাভ্যান সম্পর্কে কী জানা যাচ্ছে

এক সপ্তাহের বেশি সময় ধরে হাজার হাজার অভিবাসী মধ্য আমেরিকান দেশগুলো থেকে যুক্তরাষ্ট্র সীমান্তের দিকে এগিয়ে যাচ্ছে। তারা বলছেন, নির্যাতন, দারিদ্র আর সহিংসতা থেকে বাঁচতে তারা নিজেদের দেশ গুয়াতেমালা, হন্ডুরাস বা এল সালভাদোর থেকে পালিয়ে এসেছেন। পুরো যাত্রাপথে তারা পানিশূন্যতা, অপরাধী চক্রের মতো বিপদের ঝুঁকি রয়েছে। কিন্তু অনেক অভিবাসী বলছেন, যখন তারা একত্রে অনেক মানুষ মিলে ভ্রমণ করেন, তখন তারা অনেক নিরাপদ বোধ করে। কিভাবে এই কাফেলার শুরু হলো? ছবির কপিরাইটAFPImage captionগুয়াতেমালা মেক্সিকো সীমান্তে অভিবাসী স্রোতের মুখোমুখি পুলিশ গত ১২ অক্টোবর, অপরাধ প্রবণ হন্ডুরাসের শহর সান পেড্রো সুলার ১৬০জন মানুষের একটি দল সেখানকার বাস টার্মিনালে সমবেত হন এবং বিপদজনক এই যাত্রার প্রস্তুতি শুরু করেন। নিজের দেশের বেকারত্ব আর সহিংসতা থেকে পালিয়ে বাঁচার জন্য একমাসের বেশি সময় ধরে তারা এর জন্য পরিকল্পনা করেছেন। বিবিসি বাংলার অন্যান্য খবর: এর আগের বেশিরভাগ অভিবাসী কাফেলাগুলোয় কয়েকশো মানুষ ছিল। কিন্তু সাবেক একজন রাজনীতিবিদ এবারের পরিকল্পনা সম্পর্কে ফেসবুকে একটি পোস্ট দেয়ার পর দ্রুত তা ছড়িয়ে পড়ে

মহাকাশে এবার 'মেইড ইন চায়না' নকল চাঁদ!

চীনের একটি কোম্পানি রাতের আকাশের উজ্জ্বলতা বাড়াতে মহাকাশে একটি ফেইক মুন বা নকল চাঁদ বসানোর কথা ঘোষণা করেছে। রাষ্ট্রীয় সংবাদপত্র পিপলস ডেইলিতে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, মহাকাশ বিষয়ক বেসরকারি একটি কোম্পানির কর্মকর্তারা বলছেন, ২০২০ সালের মধ্যেই তারা এটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করতে চান। কোম্পানিটি বলছে, কৃত্রিম এই উপগ্রহটির আলো এতোটাই তীব্র হবে যে রাতের জন্যে রাস্তায় আর কোন বাতি বসানো লাগবে না। এই ঘোষণার পরপরই এনিয়ে তীব্র কৌতূহলের সৃষ্টি হয়েছে। এনিয়ে প্রশ্ন তুলেছেনে অনেক বিজ্ঞানীও। কেউ কেউ এই ঘোষণাকে তামাশা বলেও মন্তব্য করেছেন। বিস্তারিত পড়ুন

আপনার সন্তান কেবল দুরন্ত নাকি মানসিক সমস্যাগ্রস্থ?

শিশুদের প্রতিনিয়ত রাগান্বিত বা আক্রমণাত্মক আচরণ সহ্য করা বাবা-মা অথবা শিক্ষক কারও জন্যই স্বাভাবিক বা সুখকর অভিজ্ঞতা নয়। তাদের এই আবেগের বহি:প্রকাশ যদি বাড়ির বাইরে হয় তাহলে এর পরিণতি ওই শিশুর জন্য আরও গুরুতর হতে পারে। সেক্ষেত্রে কিভাবে বুঝবেন যে আপনার কেবল "দুষ্টু" নাকি তার এই অস্থির আচরণের পেছনে মানসিক অসুস্থতাই মূল কারণ? শিশুরা কেন চিৎকার চেঁচামেচি করে? এ ব্যাপারে ব্যাখ্যা দিতে যুক্তরাজ্যের মেন্টাল হেলথ ফাউন্ডেশন সম্প্রতি ১০ থেকে ১৫ বছর বয়সী এক হাজার ৩২৩ জনের ওপর জরিপ পরিচালনা করে। সেখান থেকে জানা যায় যে, শিশুদের আচরণ তখনই পরিবর্তন হয় যখন তারা দুশ্চিন্তা বা মন খারাপের মধ্যে থাকে। জরিপে অংশগ্রহণকারী এক চতুর্থাংশের দাবি যে তারা যখন উদ্বিগ্ন হয়ে পড়ে বা মন খারাপ থাকে তখন তারা মারামারি বা ঝগড়াঝাঁটিতে জড়িয়ে পড়ে। বাকি আরও এক চতুর্থাংশ বলেছে মানসিক চাপে থাকলে তাদের হোমওয়ার্ক করাটা অনেক কঠিন হয়ে যায়। "যেসব শিশু সহজেই উদ্বিগ্ন হয়ে পড়ে। তাদের জন্য যেকোনো নতুন, অপরিচিত, কঠিন বা চাপযুক্ত জায়গা সম্ভাব্য হুমকি হিসাবে বিবেচিত হবে।" "যখন শিশুরা মানসি

ভুটানে জয়ী নতুন দল ডি এন টি

থিম্পু, ২০শে অক্টোবর— তৃতীয়বারের জন্য কোনও নতুন দলকে নির্বাচিত করল ভুটান।  গত নির্বাচনে শাসকদল দ্রুক ‍ফুয়েনসাম সোগপা (ডি পি টি)-কে পরাস্ত করে ভুটান বেছে নিয়েছিল পিপলস ডেমোক্র্যাটিক পার্টি (পি ডি পি)-কে। এবারে, সেপ্টেম্বরের ১৫ তারিখ প্রথমদফার নির্বাচনেই শোচনীয়ভাবে হারে পি ডি পি। ভুটানের সংবিধান অনুযায়ী প্রথমদফায় সমস্ত রাজনৈতিক দলই প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। আর চূড়ান্তদফায় লড়াই হয় প্রথম দুটি দলের মধ্যে। চূড়ান্তদফার ভোট ছিল বৃহস্পতিবার। লড়াই ছিল ডি পি টি-র সঙ্গে পাঁচ বছর আগে তৈরি দ্রুক নিয়ামরুপ সোগপা (ডি এন টি)-র। এবং আবারও ডি পি টি-কে বসতে হবে বিরোধী বেঞ্চে। স্পষ্ট জনাদেশ পেয়েছে নতুন দল ডি এন টি।  সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ৪৭টি আসনের মধ্যে ডি এন টি একাই জিতেছে ৩০টি আসনে। ১৭টি আসনে জয়ী হয়েছে ডি পি টি। নতুন সরকারের প্রধানমন্ত্রী হতে চলেছেন বাংলাদেশের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ থেকে এম বি বি এস করা লোটে শেরিং।  শেরিংয়ের জয়ে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার টেলিফোনে শেরিংকে তিনি জানিয়েছেন, ভুটানের সঙ্গে বন্ধুত্ব ও সহযোগিতার অভিনব সম্পর্ককে আরও জোরদার করাই হবে ভার

লেখা পাঠাতে চান? লেখা পাঠানোর নিয়ম জানতে ক্লিক করুন নিচের 'লেখা পাঠান' ট্যাবে

-----------------------------------------------------------------------
-----------------------------------------------------------------------

🙏 সবিনয় আবেদন 🙏

সুধী পাঠক ও লেখকবন্ধু,

বাংলা সাহিত্য : অনলাইন ম্যাগাজিন যেহেতু কোন বিজ্ঞাপন গ্রহণ করে না, সেহেতু ম্যাগাজিন পরিচালনার সমস্ত খরচ ম্যাগাজিন কতৃপক্ষকেই বহন করতে হয়। বর্তমান দুর্মূল্যের বাজারে এই ভার বহন করা দুরহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের পত্রিকার গ্রহক হওয়ার অনুরোধ করছি। 

গ্রাহক মুল্য বছরে ১০০ (এক শত) টাকা মাত্র।

নিচের ব্যাংক একাউন্টে গ্রাহক চাঁদা প্রদান করে Transaction ID ইমেল করে পাঠালেই আপনি গ্রাহক হয়ে যাবেন।

আপনারা চাইলে আমাদের আর্থিকভাবে সহায়তাও করতে পারেন।

👩 যে কোন পরিমাণ ( সর্বনিম্ন 10 টাকা / দশ টাকা ) সহায়তা সম্মানের সঙ্গে গ্রহণ করা হবে।
অর্থ পাঠানোর একাউন্টসের বিবরণ :
1) Account Holder's Name : K. N. Mondal
2) Bank Name : Bank Of Baroda
3) Account No. 2759-0100-0151-24
4) IFS CODE : BARB0BRAPUR (Fifth Character is ZERO)
অর্থ পাঠালে অবশ্যই ইমেল করে ট্রাঞ্জাকশন আইডি (Transaction ID) পাঠাতে ভুলবেন না।
আপনার পাঠানো অর্থের অবশ্যই প্রাপ্তি স্বীকার করা হবে।
আমাদের EMAIL ID : nehacomputeraids@gmail.com