বিভিন্ন রাজ্যে বিজেপি সরকারের তোলা একাধিক জায়গার নাম বদলের ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন প্রখ্যাত ইতিহাসবিদ ইরফান হাবিব। শনিবার এক অনুষ্ঠানে নাম বদল সম্পর্কে বলতে গিয়ে তিনি জানান – বিজেপির উচিৎ প্রথম তাদের সভাপতি অমিত শাহের নাম বদল করা।
আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ৮৭ বছর বয়স্ক এই এমিরেটাস অধ্যাপক আরও জানিয়েছেন – অমিত শাহ-র পদবী ‘শাহ’। যা আদপেই গুজরাটি নয়, পার্সিয়ান। এছাড়াও ‘গুজরাট’ নামটিও পারস্য থেকেই এসেছে। আগে বলা হত ‘গুরজারাটা’। তাহলে এটারও বদল হওয়া দরকার।
ইরফান হাবিব বলেন – আসলে বিজেপি সরকার আর এস এস-এর হিন্দুত্ববাদী নীতির প্রচার এবং প্রসার ঘটাচ্ছে। ঠিক যেভাবে পাকিস্তানে যা যা ইসলামিক নয়, সেগুলোকে বদলে দেওয়া হচ্ছে। বিজেপি এবং দক্ষিণপন্থী সমর্থকরা একইভাবে বেছে বেছে ইসলামিক নামগুলোরই বদল চাইছে।
প্রসঙ্গত, সম্প্রতি আগ্রা উত্তর কেন্দ্রের বিজেপি বিধায়ক জগন প্রসাদ গর্গ সম্প্রতি আগ্রা-র নাম বদল করে ‘আগ্রাবন’ অথবা ‘আগরওয়াল’ রাখবার দাবী তুলেছেন। তাঁর যুক্তি - আগ্রা শব্দের কোনও অর্থ হয়না। আগে এখানে প্রচুর জঙ্গল ছিলো। সেই সময় আগরওয়াল সম্প্রদায়ের মানুষ এখানে এসে জঙ্গল পরিষ্কার করে বসবাস শুরু করে। তারপর থেকেই আগ্রা নাম হয়ে যায়। কিন্তু এর আসলে নাম হওয়া উচিৎ ‘আগ্রাবন’ অথবা ‘আগরওয়াল’। এই প্রসঙ্গে বলতে গিয়েই ইতিহাসবিদ ইরফান হাবিব এই মন্তব্য করেন।
তিনি বলেন – রাজা অগ্রসেন-এর পুরো ঘটনাই কাল্পনিক। এর কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। তাছাড়া আগরওয়াল সম্প্রদায় দাবী করে তাঁদের মূল শিকড় হরিয়ানার ‘আগরোহা’ নামক স্থান, আগ্রা নয়। সুতরাং বিজেপি বিধায়কের দাবী ধোপে টেকে না।
তিনি আরও জানান – পঞ্চদশ শতাব্দীতে সিকান্দার লোদীর সময় প্রথম আগ্রার নাম শোনা যায়। এর আগে গঙ্গা ও যমুনার মধ্যবর্তী আগ্রা অঞ্চল ‘দোয়াব’ নামে পরিচিত ছিলো।
মন্তব্যসমূহ