জাপানের গবেষকরা পার্কিনসন রোগের চিকিৎসা খোঁজার প্রচেষ্টায় এক বড় সাফল্যের ঘোষণা দিয়েছেন। তারা বলেন, তারা একজন রোগীর মস্তিষ্কে সফলভাবে আইপিএস কোষ প্রতিস্থাপন করেছেন। এ প্রচেষ্টায় সাফল্য অর্জন বিশ্বে এই প্রথম।
কিয়োতো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিয়োসুকে তাকাহাশি বলেন, তারা তাদের প্রথম প্রতিস্থাপন সম্পন্ন করেছেন, এবং সেই রোগী এখন সুস্থ হয়ে উঠছেন।
বিশ্ববিদ্যালয়ের গবেষকরা বলেন, তারা গত মাসে এ যুগান্তকারী অস্ত্রোপচার সম্পন্ন করেন। এ অস্ত্রোপচারে তারা পঞ্চাশোর্ধ এক লোকের মস্তিষ্কে ২৪ লক্ষ আইপিএস কোষ প্রতিস্থাপন করেন।
অস্ত্রোপচারের উদ্দেশ্য ছিল স্নায়ু কোষের উপর পার্কিনসন রোগের ক্ষতিকর প্রভাব প্রতিরোধ করা।
দলটি এখন ২ বছর ধরে সে রোগীকে পর্যবেক্ষণ করে প্রক্রিয়াটির নিরাপত্তা ও কার্যকারিতা নিরূপণ করবে।
মন্তব্যসমূহ