গ্রিন বুক
মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস-এ চলতি বছরের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড ঘোষণা করা হয়েছে।শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরষ্কার পেয়েছে গ্রিন বুক।
শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন ব্রিটিশ অভিনেত্রী অলিভিয়া কোলম্যান। দ্য ফেভারিট চলচ্চিত্রে অভিনয়ের জন্য তিনি এ পুরষ্কার পান।
তার আগে ২০০৯ সালে প্রথম ব্রিটিশ অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছিলেন কেট উইন্সলেট।
এছাড়া বোহেমিয়ান র্যাপসোডি চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরষ্কার জিতে নিয়েছেন রামি মালেক।
রেজিনা কিংস, শ্রেষ্ঠ সহ-অভিনেত্রীর পুরষ্কার পেয়েছেন।
বিখ্যাত ব্রিটিশ রক ব্যান্ড কুইন নিয়ে নির্মিত চলচ্চিত্র বোহেমিয়ান র্যাপসোডি এবারের অস্কারে সবচেয়ে বেশি শাখায় পুরস্কৃত হয়েছে। মোট চারটি ক্যাটাগরিতে পুরষ্কার পায় এ চলচ্চিত্রটি।
আলফনসো কুয়ারোন
শ্রেষ্ঠ বিদেশি চলচ্চিত্র হয়েছে রোমা। একই চলচ্চিত্রের জন্য সেরা পরিচালকের পুরষ্কার জিতেছেন মেক্সিকোর আলফনসো কুয়ারান।
পিরিয়ড
এছাড়া বাজিমাত করেছে ভারতে নারীদের ঋতুস্রাব নিয়ে নির্মিত তথ্যচিত্র: পিরিয়ড. এন্ড অফ সেনটেন্স। বেস্ট ডকুমেন্টারি শর্ট ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে এটি।
মন্তব্যসমূহ