বাংলা ও বাঙালির প্রিয় কবি আসাদ চৌধুরী এখন থেকে চিরজীবিত
বাংলা ও বাঙালির প্রিয় কবি আসাদ চৌধুরী |
মুহম্মদ নূরুল হুদা,
মহাপরিচালক, বাংলা একাডেমি
বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী আজ ০৫ই অক্টোবর ২০২৩ কানাডার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এখন থেকে তিনি চিরজীবিত। তিনি অনন্তলোকে চিরশান্তিতে থাকুন।
আসাদ চৌধুরী আধুনিক বাংলা কবিতায় এক অনিবার্য নাম, বাংলাদেশের ষাটের দশকের কবিতা আন্দোলনের কীর্তিমান ব্যক্তিত্ব। তাঁর কবিতায় বাংলার প্রকৃতি ও বাংলাদেশের জনজীবন যেমন অনুপম ব্যঞ্জনায় ভাস্বর হয়েছে তেমনি এদেশের সুদীর্ঘ সংগ্রামী ঐতিহ্য অসাধারণ স্বাতন্ত্র্যে ভাষারূপ পেয়েছে।
কবিতার পাশাপাশি প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ, জীবনী, ভ্রমণকাহিনিসহ বিচিত্র সাহিত্যক্ষেত্রে ছিল তাঁর সফল ও স্বচ্ছন্দ বিচরণ। সমকালীন বাংলা সাহিত্যে তিনি একজন বহুমাত্রিক স্রষ্টা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর 'কোন অলকার ফুল', 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' কিংবা 'সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু'-এর মতো বইগুলো এদেশের কয়েক প্রজন্মের শিশুকিশোরদের মাঝে ছড়িয়েছে ইতিহাসের সত্যসন্ধ সহজ পাঠের দ্যুতি।
মহান মুক্তিযুদ্ধে আসাদ চৌধুরীর অনন্য ভূমিকা কখনও বিস্মৃত হওয়ার নয়৷ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র এবং 'জয়বাংলা' পত্রিকার সঙ্গে তাঁর সংযোগ একাত্তরের সংস্কৃতিযোদ্ধা হিসেবে তাঁর ভূমিকাকে মহিমান্বিত করেছে।
আসাদ চৌধুরী ছিলেন বাংলা একাডেমি পরিবারের একজন অবিচ্ছেদ্য সদস্য। মহান মুক্তিযুদ্ধের পর বাংলা একাডেমিতে যোগ দিয়ে বিভিন্ন পদে চাকুরি করে তিনি একাডেমির পরিচালক পদ থেকে অবসরগ্রহণ করেন। একাডেমি থেকে প্রকাশিত 'লেখা' পত্রিকার সম্পাদক হিসেবে তাঁর উদ্ভাবনশীলতার স্বাক্ষর রেখে গেছেন।
বাংলা একাডেমি কবি আসাদ চৌধুরীর প্রয়াণে গভীর শোক প্রকাশ করছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছে আন্তরিক সমবেদনা।
----------xx----------
মন্তব্যসমূহ