সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

পোস্টগুলি

বকখালি কবিতা উৎসব - ২০২৫

বকখালি কবিতা উৎসব - ২০২৫ বকখালি কবিতা উৎসব - ২০২৫ কানাইলাল জানা: নভেম্বরের ৪ এবং ৫ তারিখে ছিল 'বকখালি কবিতা উৎসব ২০২৫'। কবি সুভাষ মেট্রো বন্ধ থাকায় শেয়ালদায় ৯ টা ১৪-র ট্টেন ধরি গড়িয়া স্টেশনে। যদিও কলকাতা থেকে শিলচর থেকে আসা কবি মিতা দাসপুরকায়স্থের গাড়িতে যাওয়ার কথা ছিল। প্রাইভেট গাড়িতে এসেছেন অভিজিৎ পালচৌধুরী, অনন্যা সরকার, অমিত সরকার, অদীপ ঘোষ, সুমিতাভ ঘোষাল, তাপস রায়-রা।  বড্ড ভীড় ট্রেন একটু ফাঁকা হতেই দেখি দু'পাশের মাঠ হাসছে ছমছম করা সোনালি ধানে। খাওয়া হল মরসুমি পানিফল, গুড় দিয়ে বাদাম পাটালি, গজা ইত্যাদি। নামখানায় নেমে দেখা একই ট্রেনে আসা অংশুমান চক্রবর্তী, সুধাংশুরঞ্জন সাহা,ফটিক চৌধুরী, দুর্গাদাস মিদ্দা, জয়িতা বসাক, দিশা চট্টোপাধ্যায়, বিমল রায় প্রমুখের সঙ্গে। আগের মতো হ্যাপা নেই হাতানিয়া-দোয়ানিয়ার খেয়া পারাপার। টোটো ধরে সোজা ইকোপার্ক। পার্কটি সমুদ্র বাঁধের পরই ঝাউবনে এমন করে সাজানো যে দুপুরেই চলছে তিনটি বিভিন্ন বিষয়ের ওপর সুটিং। কেউবা দোলনায় দুলছেন। তখন সমুদ্র অবশ্য সরে গেছে দূরে । কবিতা উৎসব স্পটেই রান্নাবান্না তাই গরম গরম দুপুরের ভাত এবং পাঁচ ব্যঞ্জনের তরিতরকারি খেয়ে ...

‘উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা - ২০২৫ প্রকাশ

‘উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ : উদার আকাশ’ পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ সুগত বসু প্রকাশ করলেন উদার আকাশ পত্রিকার উৎসব সংখ্যা - ২০২৫ শনিবার এলগিন রোডের নেতাজী ভবনে এক ঘরোয়া অনুষ্ঠানে 'উদার আকাশ' পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা ১৪৩২ প্রকাশ করেন ভারতীয় ইতিহাসবিদ ও রাজনৈতিক ব্যক্তিত্ব সুগত বসু।  'উদার আকাশ' পত্রিকার সম্পাদক, প্রকাশক ও গবেষক ফারুক আহমেদ পত্রিকাটি ইতিহাসবিদ সুগত বসুর হাতে তুলে দেন। অধ্যাপক সুগত বসু বলেন 'উদার আকাশ' ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশ করে আমি সত্যি খুব আনন্দিত। প্রথমে যে লেখাটি আমি খুলে দেখলাম সেটা হচ্ছে কবি কাজী নজরুল ইসলাম-এর কাব্য মহানবী (সা:)।  তাছাড়া নানান কবিতা ও লেখা এখানে ছাপা হয়েছে। আশা করি এই পত্রিকায় আরও সুন্দরভাবে বাংলা সাহিত্যের চর্চা চলতে থাকবে।' বাঙালির মননের উৎকর্ষ আকাশে দাগ রেখে ধারাবাহিকতা বজায় রেখে দীর্ঘ চব্বিশ বছর ধরে প্রকাশিত হয়ে আসছে 'উদার আকাশ' পত্রিকাটি। এদিন পত্রিকার ঈদ-শারদ উৎসব সংখ্যা প্রকাশে উপস্থিত ছিলেন শিক্ষাবিদ রতন ভট্টাচার্য। সুগত বসু আশির দশকের মাঝামাঝি সময় থেকেই আমেরিকা য...

জামাই ষষ্ঠীতে একটি ব্যতিক্রমী কবি সম্মেলন

জামাই ষষ্ঠীতে একটি ব্যতিক্রমী কবি সম্মেলন জামাই ষষ্ঠীতে  রিষড়ায়  কবি সম্মেলন কানাইলাল জানা গত রোববার ১লা জুন '২৫ রিষড়ায় ছিল পশ্চিমবঙ্গ গণতান্ত্রিক লেখক শিল্পী সঙ্ঘ রিষড়া আঞ্চলিক কমিটির সম্পাদক স্বপন পাঁজার আহ্বানে কবিসম্মেলন।  স্বপনবাবুকে যখন বলি জামাই ষষ্ঠীতে কেন এই সভা? যাওয়া সম্ভয় নয়। তাঁর উত্তর ছিল: 'তপন পাঁজা আপনার সঙ্গে দেখা করতে আসবে',শুনে নড়েচড়ে বসি। আশ্চর্য চরিত্রের দুভাই স্বপন পাঁজা এবং তপন পাঁজা। উপকারাপাল পদে সবথেকে বেশিদিন ছ বছর চাকরি করেছি আলিপুর সেন্ট্রাল জেলে। একটি রাজনৈতিক হত্যাকান্ডে জড়িয়ে পড়ে তপন পাঁজা আছেন এখানে, আমার আসার আগে থেকে অর্থাৎ আটের দশক থেকে। সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো আইনজীবীও চেষ্টা করে কিছু করতে পারেননি তাঁর জন্য। আশ্চর্য যে ছ'বছর ধরেই প্রতি সপ্তাহে দাদা স্বপন নিয়ম করে দেখা করতে আসতেন ভাইর সঙ্গে। ঝড় ঝঞ্ঝা কোনও পরিস্থিতিতেই এর অন্যথা হয়নি। জেলে তপন পাঁজার সঙ্গে তুলনা করতাম নকশাল বন্দি অরুণ হালদারের সঙ্গে। অরুণ হালদারের ব্যাপার স্যাপার সমসময় ছিল অদ্ভূত: একবার আমার এক বন্ধুকে নকশাল ওয়ার্ডে নিয়ে গেলে আগ বাড়িয়ে অরুণ হালদারের প্রতিক্রিয়া ছিল: ...

চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায়

‘যেতে হবে’ শুনিয়ে চলে গেলেন প্রতুল মুখোপাধ্যায় পুতুল মুখোপাধ্যায়কে গান স্যালুট চলে গেলেন ‘একক কন্ঠের গণসংগীত’ শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর। ভাষা দিবসের ঠিক ছ’দিন আগে, তাঁর এই চলে যাওয়া, তাঁর অনুরাগীদের জন্য গভীর বেদনার। সম্প্রতি তিনি এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। শারীরিক অসুস্থতার কারণে সেখানে ভর্তি ছিলেন। অবস্থার অবনতি হওয়ায় কয়েক দিন ধরে তাঁকে আইসিইউতে রাখা হয়েছিল। আজ, শনিবার সকালে, তিনি সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর শোকবার্তায় বলেন, “আধুনিক বাংলা গানের খ্যাতনামা শিল্পী, গীতিকার প্রতুল মুখোপাধ্যায়ের মৃত্যুতে আমি শোকাহত।” তিনি আরও বলেন, “যতদিন বাংলা গান থাকবে, ততদিন ‘আমি বাংলায় গান গাই’, বাঙালির মুখে মুখে ফিরবে।” ১৯৪২ সালে বর্তমান বাংলাদেশের বরিশাল জেলায় তিনি জন্মগ্রহণ করেন। দেশভাগের পর পিতার সঙ্গে চলে আসেন এদেশে। এরপর তাঁর পিতা প্রভাতচন্দ্র একটি মাদ্রাসায় শিক্ষকতা শুরু করেন। গান্ধীহত্যার পর এই মাদ্রাসায় আয়োজিত একটি শোকসভায় বাবার পরামর্শে তিনি প্রথম ‘পাবলি...

প্রকাশিত হলো ব্রাত্য বসুর নতুন নাটকের বই 'এই রাত তোমার আমার'

দমদম বই মেলার উদ্বোধনে প্রকাশিত হলো ব্রাত্য বসুর নতুন নাটকের বই 'এই রাত তোমার আমার' ফারুক আহমেদ গত শুক্রবার ২০ ডিসেম্বর ২০২৪ দমদম বই মেলার উদ্বোধন হল। সেই সঙ্গে প্রকাশিত হলো ব্রাত্য বসুর নতুন নাটকের বই 'এই রাত তোমার আমার'।   বই মেলার আয়োজনে দক্ষিণ দমদম পুরসভার পৌর প্রতিনিধি দেবাশিস বন্দ্যোপাধ্যায়। এ বছর (দ্বিতীয় বর্ষের) ‘ রাহুল সাংকৃত্যায়ন সাহিত্য সম্মান ২০২৪’ পুরস্কার প্রাপক কথাসাহিত্যিক জনাব আনসারউদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ সৌগত রায়, বিশিষ্ট সাহিত্যিক এবং দমদম বইমেলার আজকের উদ্বোধক উল্লাস মল্লিক, বিশিষ্ট সাহিত্যিক ও প্রকাশক ত্রিদিব কুমার চট্টোপাধ্যায় (সংগঠক প্রকাশক সংস্থা), বিশিষ্ট সাহিত্যিক প্রচেত গুপ্ত, প্রাক্তন পৌরপ্রধান ও লেখক ড. পাচু রায়, দমদম বিধানসভার পৌর প্রতিনিধিবৃন্দ এবং অন্যান্যরা। সাহিত্য থেকে সিনেমা, নাটক থেকে অভিনয়, ব্রাত্য বসু বহুমাত্রিক প্রতিভার অধিকারী। বড্ড মনে পড়ে ব্রাত্যজনের প্রথম নাট্য প্রযোজনা ‘রুদ্ধসঙ্গীত’। ২০০৯ সাল থেকে খুব কাছ থেকে দেখছি এই বিরল প্রতিভাকে। বাম বিকল্পের সন্ধানে তৃণমূল কংগ্রেসের জয় সুনিশ্চিত করতে বহু আন্...

বেস সাহিত্য উৎসব ২০২৪

বেস সাহিত্য উৎসব ২০২৪ BASE Literary Festival 2024 বাঙালি মুসলিমদের পিছিয়ে পড়ার বহু কারণ বিভিন্ন সময়ে চিহ্নিত করা হয়, তার মধ্যে অনেক কিছু নিয়েই বিতর্ক থাকতে পারে কিন্তু একটি কারণ সম্পর্কে সকলেই সহমত পোষণ করেন, মুসলিম মধ্যবিত্ত বুদ্ধিজীবি শ্রেণীর অভাব। সেই অভাব যে পূরণ হয়েছে, সেই প্রমাণ হাজির করতেই বেঙ্গলি অ্যাকাডেমিয়া ফর সোশ্যাল এম্পাওয়ারমেণ্ট বা সংক্ষেপে বেস সম্প্রতি একদিনের সাহিত্যসভার আয়োজন করেছে রবীন্দ্রতীর্থে (নিউটাউন) গত ১১ই ফেব্রুয়ারি, ২০২৪। ঐ সভায় ষাটের অধিক মুসলিমসহ অন্যান্য প্রান্তিক সমাজের সাহিত্যিক, অনুবাদক, আলোচক, অধ্যাপক ও শিক্ষকদের উপস্থিতি শিক্ষা-সাহিত্য-সংস্কৃতি জগতে মুসলিম সমাজে নিজস্ব পরিসর সৃষ্টি করে নেওয়ার প্রমাণ উপস্থাপিত করে, যা উল্লেখিত সাহিত্য সভার নিঃসন্দেহে এক উল্লেখযোগ্য দিক। ঐ সাহিত্য সভার দ্বিতীয় উল্লেখযোগ্য দিক ছিল সভার মূখ্য আলোচ্য বিষয় "প্রান্তিক সাহিত্যচর্চার পরিসর"। তৃতীয় কিন্তু গুরুত্বের দিক থেকে কোন অংশেই কম নয় যে বিষয়টি তা হল প্রান্তিক সাহিত্যের দুই ধারা দলিত সাহিত্যিক এবং মুসলিম প্রান্তিক সাহিত্যিকদের মধ্যে ভাবের আদান প্রদানের এ...

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা - ২০২৪

সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা - ২০২৪ সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা - ২০২৪ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা অনুষ্ঠিত হচ্ছে পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমিতে। রবীন্দ্রসদন-নন্দন-বাংলা আকাদেমি প্রাঙ্গণে ১০ থেকে ১৪ জানুয়ারি ২০২৪ পাঁচদিন ব্যাপী সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা-র আয়োজন করা হয়েছে। ১০ জানুয়ারি ২০২৪ সন্ধ্যা ৫টায় রবীন্দ্রসদন, নন্দন, বাংলা আকাদেমি প্রাঙ্গণে একতারা মুক্তমঞ্চে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা যুগ্মভাবে উদ্বোধন করলেন কথাকার ঝড়েশ্বর চট্টোপাধ্যায় ও কবি প্রসূন বন্দ্যোপাধ্যায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্দ্রনীল সেন, মাননীয় রাষ্ট্রমন্ত্রী, তথ্য ও সংস্কৃতি এবং কারিগরি শিক্ষা, প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়। ব্রাত্য বসু, সভামুখ্য, সভাপতি, পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি, মাননীয় মন্ত্রী, বিদ্যালয় শিক্ষা ও উচ্চশিক্ষা বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমির সভাপতি ও বিশিষ্ট কবি সুবোধ স...

আসাদ চৌধুরী এখন থেকে চিরজীবিত : মুহম্মদ নূরুল হুদা

বাংলা ও বাঙালির প্রিয় কবি আসাদ চৌধুরী এখন থেকে চিরজীবিত বাংলা ও বাঙালির প্রিয় কবি আসাদ চৌধুরী মুহম্মদ নূরুল হুদা, মহাপরিচালক, বাংলা একাডেমি বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি, বাংলা একাডেমির ফেলো ও সাবেক পরিচালক, বীর মুক্তিযোদ্ধা আসাদ চৌধুরী আজ ০৫ই অক্টোবর ২০২৩ কানাডার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। এখন থেকে তিনি চিরজীবিত। তিনি অনন্তলোকে চিরশান্তিতে থাকুন। আসাদ চৌধুরী আধুনিক বাংলা কবিতায় এক অনিবার্য নাম, বাংলাদেশের ষাটের দশকের কবিতা আন্দোলনের কীর্তিমান ব্যক্তিত্ব। তাঁর কবিতায় বাংলার প্রকৃতি ও বাংলাদেশের জনজীবন যেমন অনুপম ব্যঞ্জনায় ভাস্বর হয়েছে তেমনি এদেশের সুদীর্ঘ সংগ্রামী ঐতিহ্য অসাধারণ স্বাতন্ত্র্যে ভাষারূপ পেয়েছে। কবিতার পাশাপাশি প্রবন্ধ, শিশুসাহিত্য, অনুবাদ, জীবনী, ভ্রমণকাহিনিসহ বিচিত্র সাহিত্যক্ষেত্রে ছিল তাঁর সফল ও স্বচ্ছন্দ বিচরণ। সমকালীন বাংলা সাহিত্যে তিনি একজন বহুমাত্রিক স্রষ্টা। বাংলা একাডেমি থেকে প্রকাশিত তাঁর 'কোন অলকার ফুল', 'বাংলাদেশের মুক্তিযুদ্ধ' কিংবা 'সংগ্রামী নায়ক বঙ্গবন্ধু'-এর মতো বইগুলো এদেশের কয়েক প্রজন্মের...

প্রয়াত বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায়

শিশুসাহিত্যিক দীপ মুখোপাধ্যায় প্রয়াত, বিশিষ্ট শিশু সাহিত্যিক দীপ মুখোপাধ্যায় দীপ মুখোপাধ্যায়। কবি ও শিশুসাহিত্যিক। গত  ১০ই সেপ্টেম্বর, রবিবার ভোরে প্রয়াত হয়েছেন। তাঁর বয়স হয়েছিল ৬৭ বছর। বেশ কিছুদিন ধরে তিনি ক্যান্সারে ভুগছিলেন। দীপ মুখোপাধ্যায়ের শৈশব-কৈশোর কেটেছিল পুরুলিয়ার রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে। কর্মজীবন কেটেছে  বার্ন স্ট্যান্ডার্ড কোম্পানির মুখ্য জনসংযোগ আধিকারিক হিসাবে। সত্তরের দশক থেকে তিনি লেখালেখি শুরু করেন। লেখেন একের পর এক ছড়া গ্রন্থ। মূলত ছড়া লেখার জন্যই তাঁর পরিচিতি ও জনপ্রিয়তা। আকাশতলা তাঁর একটি জনপ্রিয় ছড়া, যা ' বাংলা সাহিত্য' অনলাইন ম্যাগাজিনে প্রথম প্রকাশিত হয়। তবে বর্ষীয়ান সাহিত্যিক দীপ মুখ্যোপাধ্যায়ের সাহিত্যের বিভিন্ন শাখায় ছিল অবাধ বিচরণ থাকলেও তবে ছড়াতেই সিদ্ধি ছিল সর্বাধিক। চমৎকার অন্ত্যমিলের মজার পাশাপাশি নান্দনিক চিত্রকল্প তৈরিতেও ছিলেন সিদ্ধহস্ত। সংগ্রহে ছিল নানা ধরনের পেঁচার মূর্তি। বাংলার শ্রেষ্ঠ ছড়াকারদের অন্যতম দীপ মুখোপাধ্যায়ের আরেক পরিচয় পেঁচা বিশেষজ্ঞ হিসেবে। সারা বিশ্বের পেঁচার সাংস্কৃতিক অবস্থান সম্পর্কে তাঁর ছিল অগা...

পশ্চিবঙ্গে কবিতা উৎসব ২০২৩, উদ্বোধন করলেন ব্রাত্য বসু

পশ্চিবঙ্গের বৃহত্তম কবিতা উৎসব ২০২৩ উদ্বোধন করলেন ব্রাত্য বসু ফারুক আহমেদ বুধবার রবীন্দ্র সদন একতারা মঞ্চে, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে, পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের অন্তর্গত কবিতা আকাদেমির আয়োজনে ৭ম কবিতা উৎসব ২০২৩-এর শুভ উদ্বোধন অনুষ্ঠান দাগ কেটেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ভারতের বৃহত্তম কবিতা উৎসবের শুভ উদ্বোধন করলেন উচ্চশিক্ষা এবং বিদ্যালয় শিক্ষা বিভাগের মন্ত্রী তথা পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমির সভাপতি শ্রী ব্রাত্য বসু, উপস্থিত ছিলেন সভামুখ্য সুবোধ সরকার, মাননীয় সভাপতি, পশ্চিমবঙ্গ কবিতা আকাদেমি, মন্ত্রী ইন্দ্রনীল সেন, আলাপন বন্দ্যেপাধ্যায়, ব্রততী বন্দ্যেপাধ্যায়, প্রণতি ঠাকুর, কৌশিক বসাক প্রমুখ। রবীন্দ্রসদন, শিশির মঞ্চ, বাংলা আকাদেমি সভাগৃহ, জীবনানন্দ সভাঘর, অবনীন্দ্র সভাঘর, নন্দন-৩, চারুকলা পর্ষদ সংলগ্ন প্রাঙ্গণ ও একতারা মুক্তমঞ্চে উৎসব শুরু হয়েছে। ৩ মে থেকে চলবে ৬ মে ২০২৩ পর্যন্ত। ভারতের বৃহত্তম কবিতা উৎসবে দ্বিতীয় দিনেই শিশির মঞ্চে কবিতা পাঠ করলেন কবি ও উদার আকাশ পত্রিকার সম্পাদক ফারুক আহমেদ সহ বেশ কয়েকজন বিশিষ্ট কবি। ...

চলে গেলেন কবিতা পাক্ষিক এর পুরোধা পুরুষ প্রভাত চৌধুরী

প্রভাত চৌধুরী। অধুনান্তিক কবিতা সাহিত্যের অন্যতম পুরোধাপুরুষ এবং কবিতা পাক্ষিকের প্রাণপুরুষ। - লিখেছেন আলী হোসেন। বিশ শতকের ষাটের দশকে শুরু। শেষ করলেন একুশ শতকের দ্বিতীয় দশকে। কবি প্রভাত চৌধুরী লিখেছিলেন, 'আমি মূলত পক্ষাঘাতগ্রস্ত অথর্ব সভ্যতার জারজ সন্তান'। কী বোঝাতে  চেয়েছিলেন তিনি? গবেষকরা নিশ্চয়ই তা অনুসন্ধানে বসবেন। প্রভাত চৌধুরীর জন্ম ১৯৪৪ সালের ১৬ জুন বাঁকুড়া জেলায়। পরে কর্মসূত্রে আসেন কলকাতার ভবানীপুরে, হরিশ চ্যাটার্জি স্ট্রিটে। তবে কবিতা নিয়ে তার আলাদা বাসরঘর গড়ে উঠেছিল পটলডাঙ্গা স্ট্রিটে। 'কৃত্তিবাস' পত্রিকায় প্রথম প্রকাশিত হয় তাঁর কবিতা। তাঁর প্রথম কাব্যগ্রন্থ ‘শুধু প্রেমিকার জন্য'। কবিতা নিয়েই ছিল তার দিনযাপন এবং নিশিযাপন। তবে শুধু কবিতার জন্যে নয়, সমগ্র বাংলা সাহিত্যের জন্যেও নিবেদিত ছিল তাঁর মনপ্রাণ। আশির দশকে সাময়িকভাবে জীবন নদীর ভাটার টানে নিজেকে গুটিয়ে রাখলেও নয়ের দশকে শুরু হয় নতুন উদ্যমে পথ চলা। এই সময়ই শুরু করেন (১৯৯৩ সাল থেকে) পত্রিকা ‘কবিতা পাক্ষিক’ প্রকাশ ও প্রচার। এরপর এই পত্রিকাই ধীরে ধীরে হয়ে ওঠে বাংলার নতুনধারার তরুণ কবিদে...

প্রয়াত বুদ্ধদেব দাশগুপ্ত, চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল

লিখেছেন ফারুক আহমেদ : চলচ্চিত্র পরিচালক বুদ্ধদেব দাশগুপ্ত বুদ্ধদেব দাশগুপ্ত করোনাকালে সবাইকে ছেড়ে চলে গেলেন। তাঁর প্রয়াণে  চলচ্চিত্র জগতের অপূরণীয় ক্ষতি হল।   মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় জানিয়েছেন, "বিশিষ্ট চিত্রপরিচালক  বুদ্ধদেব দাশগুপ্তের  প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৭৭ বছর।  তাঁর  পরিচালিত উল্লেখযোগ্য ছবি 'তাহাদের  কথা', 'বাঘ বাহাদুর', 'উত্তরা', 'চরাচর', 'মন্দ মেয়ের উপাখ্যান', 'কালপুরুষ' ইত্যাদি।   বুদ্ধদেব দাশগুপ্ত স্পেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড', এথেন্স আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'গোল্ডেন অ্যাওয়ার্ড', বার্লিন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে 'গোল্ডেন বিয়ার' পুরস্কার, জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন।  তাঁর মৃত্যুতে চলচ্চিত্র  জগতের অপূরণীয় ক্ষতি হল।  আমি বুদ্ধদেব দাশগুপ্তের  পরিবার-পরিজন ও অনুরাগীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।" পশ্চিমবাংলার উচ্চশিক্ষা মন্ত্রী ব্রাত...

ইরানের স্বাস্থ্য-চিকিৎসা, সড়ক ও রেলসহ বিভিন্ন খাতে বড় বড় সাফল্য এসেছে।

অবরোধের কারণে ইরানের জনগণ কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছে, কিন্তু ব্যাপক চাপ এবং কঠোরতা সত্ত্বেও ইরানি জনগণকে কখনোই পানি, বিদ্যুৎ, গ্যাস, পেট্রোল-ডিজেল এমনকি খাদ্য সংকটে পড়তে হয়নি বরং এই সময়ের মধ্যে দেশে স্বাস্থ্য-চিকিৎসা, সড়ক ও রেলসহ বিভিন্ন খাতে বড় বড় সাফল্য এসেছে। তিনি বলেন, পাশ্চাত্যের সবচেয়ে ধনী দেশগুলো করোনাভাইরাস মোকাবেলায় হিমশিম খাচ্ছে। কিন্তু ইরান নিষেধাজ্ঞার মধ্যে থেকেও করোনা মোকাবেলায় সঠিক কর্মপরিকল্পনা নিয়ে এগোতে পেরেছে। ইরানের প্রেসিডেন্ট বলেন, প্রতি মাসে ইরানের ৩৫টি গ্রাম জাতীয় বিদ্যুৎ গ্রিডে যুক্ত হচ্ছে। যারা তুলনামমূলক কম বিদ্যুৎ ব্যবহার করে তাদের সংখ্যা দেশের জনসংখ্যার ৩০ শতাংশ। আর এই ৩০ শতাংশ মানুষকে কোন ধরণের বিদ্যুৎ বিল দিতে হয় না। বিদ্যুতের পর এখন গ্যাস ও পানির ক্ষেত্রেও সরকার একই পদ্ধতি অনুসরণ করবে বলে তিনি জানান। ইরানের সরকার বিদ্যুৎ অপচয় রোধে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের জন্য বিশেষ পুরষ্কারের ব্যবস্থা রেখেছে। সরকারের বেধে দেওয়া পরিমাণের চেয়ে বেশি ব্যবহার না করলে ওই গ্রাহককে কোনো বিলই পরিশোধ করতে হয় না।#  

বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসবাদী দেশ

ইতিহাসের পাতায় চোখ রাখলে, পৃথিবীর সবচেয়ে বড় সন্ত্রাসবাদী রাষ্ট্র যে আমেরিকা, তা বুঝতে অসুবিধা হয় না। সোভিয়েত ইউনিয়নের পতনের পর তা লাগামহীন হয়ে পড়েছে। মূলত গায়ের জোরে পেরে ওঠেনা বলে কেউ কিছু বলে না। ব্যতিক্রম শুধু মধ্যপ্রাচ্যের গুটিকতক (ইরান, তুরস্ক ইত্যাদি) দেশ। চিনের উইঘুরদের নিয়ে আমেরিকার মায়া কান্নার শেষ নেই। অথচ প্যালেস্টাইনিদের বেলায় চোখ বন্ধ করে থাকে এবং ইসরাইলকে নির্লজ্জের মত অস্ত্র যোগান দিয়ে যায় এবং এখনও দিচ্ছে, যা সেখানকার নিরীহ নারী-শিশুদের নির্বিচারে হত্যার কাজে ব্যবহার করে ইসরাইল। উদ্দেশ্য একটাই, ফিলিস্তিনিদের ভূমি জোর করে দখল করা ও অধিকৃত অঞ্চলে জবরদখল কায়েম রাখা। এরাই আবার মানবাধিকারের কথা বলে, জাতির আত্মনিয়ন্ত্রের কথা বলে। এরাই গণতন্ত্রের কথা বলে চিনের বিরোধিতা করে এবং নির্লজ্জের মত মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক স্বৈরশাসকদের পৃষ্ঠপোষকতা করে। নির্লজ্জ দ্বিচারিতা এর চাইতে বেশি কী হতে পারে?

অসময়ে চলে গেলেন কবি নাসের হোসেন।

কলকাতা : আশির দশকের অন্যতম প্রধান কবি নাসের হোসেন। হাজারও কবিতানুরাগীদের বেদনাহত করে চিরবিদায় নিলেন আজ সকালে । তাঁর জন্ম পঞ্চাশ দশকের দ্বিতীয় অর্ধে। কলকাতায়। শৈশব ও কৈশোর কেটেছে বহরমপুরে। ১৯৭০ সালে সমবর্ত নামে একটি স্থনীয় পত্রিকায় ছাত্রাবস্থায় প্রথম কবিতা বের হয় তাঁর। প্রথম যৌথ চিত্রপ্রদর্শনী হয় ১৯৭৪ কৃষ্ণনাথ কলেজ, বহরমপুরে। বিস্তারিত জানতে এখানে ক্লি   ক করুন

১০ম বর্ষ। সংখ্যা - ২। অক্টোবর - ২০২০

প্রকাশিত হল । প্রকাশিত হল 'বাংলা সাহিত্য' - সম্পূর্ণ নতুন আঙ্গিকে।  ১০ম বর্ষ। সংখ্যা - ২ । অক্টোবর - ২০২০ আপনারা দেখছেন 'বাংলা সাহিত্য - অনলাইন ম্যাগাজিন। পড়ার সাথে সাথে শুনুন লেখকের নিজের কন্ঠে লেখা পাঠ।  View Web Version View Mobile Version  যাঁরা লিখেছেন এবং যা লিখেছেন, জানতে চোখ রাখুন সূচিপত্রে। সরাসরি লেখা পড়ার জন্য  শিরোনামের  অথবা  লেখকের নাম  -এর ওপর ক্লীক করুন। সম্পাদকীয় : সমাজতন্রই প্রকৃত পথ : সম্পাদকীয় পাতায় যেতে এখানে ক্লিক করুন  ছোটগল্প : ছোটগল্পের পাতায় থাকছে চারটি গল্প। ১) ২০২১, করোনার পরে - সুদীপ্ত ভাস্কর দত্ত ২) লকডাউনের গল্প - শুভ্রা সাহা ৩) সুধাকরী - নীহার চক্রবর্তী ৪) ঠুনকো - মুর্শিদ এ এম  গল্পের পাতায় যেতে এখানে ক্লিক করুন কবিতা : এ সংখ্যায় কবিতা লিখছেন ........ 1) নাসের হোসেন 2) গিয়াসউদ্দিন দালাল 3) অর্পিতা নাহা ঘোষ  4) শাবলু শাহাবউদ্দিন 5) অশোক অধিকারী 6) ড. মহীতোষ গায়েন 7) নিত্যরঞ্জন মন্ডল 8) ইব্রাহিম বিশ্বাস 9) রাজীব সিংহ 10) শক্তিপ্রসাদ ঘোষ 11) রীতা বসু 12) নন্দিনী সঞ্চারী 13) শুভাগত রায় কবিতার পাতায় যেতে এ...

বাংলা সাহিত্য : সর্বপ্রথম পডকাস্ট সম্প্রচার।

বাংলা সাহিত্য। পড়ুন। শেয়ার করুন। লেখা পাঠান

'বাংলা সাহিত্য'। (একটি অন-লাইন ম্যাগাজিন।) বাংলা সাহিত্য বিষয়ক এই ম্যাগাজিন নবিন ও প্রবীণ লেখকদের লেখা নিয়ে সেজে উঠছে। সাহিত্য চর্চার পাশাপাশি থাকছে আম-বাঙলীর প্রয়োজনীয় সুলুক সন্ধান। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ভারত ও বিশ্ব সম্পর্কে তথ্যানুসন্ধানের জন্য এই ম্যাগাজিনের জুড়ি মেলা ভার। ম্যাগাজিনের ওয়েভ লিঙ্ক হল ( View mobile version )। ম্যাগাজিনের ওয়েভ লিঙ্ক হল ( View wed version )। বিশ্বের যেকোন প্রান্ত থেকে আপনি এই ম্যাগাজিনের সঙ্গে যুক্ত হতে পারেন। যোগ দিতে পারেন আমাদের ফেসবুক গ্রুপে। লেখার অভ্যাস থাকলে লিখতেও পারেন।

প্রকাশিত হল বাংলা সাহিত্য

লেখা পাঠাতে চান? লেখা পাঠানোর নিয়ম জানতে ক্লিক করুন নিচের 'লেখা পাঠান' ট্যাবে

==========🔰 প্রধান সম্পাদকের কথা 🔰==========


আলী হোসেন
===================
প্রধান সম্পাদক,
বাংলা সাহিত্য : অনলাইন ম্যাগাজিন,
সমাজ বদলাবে - এটাই চিরন্তন। মানব সভ্যতার সূচনা থেকেই শুরু হয়েছে এই বদলে যাওয়ার যাত্রা। সেই যাত্রা মানুষ থামায় নি, থামবেও না। কিন্তু বদলে যাওয়ার গতি এতটাই বেগবান হয়েছে যে, একে আর ‘ধীর গতি’ বা বাতাসের ‘মৃদুমন্দ’ গতির সাথে তুলনা করা যাচ্ছে না। বিগত তিন দশক ধরে তথ্যপ্রযুক্তিকে হাতিয়ার করে মানব সভ্যতা যে বেগে বিকশিত হচ্ছে তার তুলনা ইতিহাসে নেই। আর একারণেই এই বদলে যাওয়াকে আমরা কোন মতেই উপেক্ষা করতে পারব না।

সাহিত্য চর্চার মাধ্যম এই ‘বদল-ঝড়ের’ মুখে পড়েছে। মুদ্রণ-নির্ভর সাহিত্য চর্চার যে ধারা, তার বিকল্প মাধ্যম মুদ্রণ-সাহিত্যের ঘাড়ে বিষ-নিঃশ্বাস ফেলছে। এই বিকল্পকে (বদলকে) মেনে নেওয়া ছাড়া কোন উপায় নেই। আর এই বদলে যাওয়া মাধ্যমটাই হল ‘অন-লাইন’ মাধ্যম। বদলাতে যখন হবেই, তখন আসুন-না, একটু আগে-ভাগেই বদলাই।
 
তাছাড়া, অন-লাইন মাধ্যমের কিছু সুবিধাও আছে। ১) প্রতেক পাঠক লেখা পড়ার পর নিজস্ব মতামত জানানোর স্বাধীনতা পায়, মুদ্রণ-সাহিত্যে যা সবসময় পাওয়া যায় না। এতে পাঠক-লেখক কাছাকাছি আসতে পারেন দ্রুত এবং সহজেই। ২) পাঠকের ভৌগোলিক সীমানা সীমাহীন হয়ে যায়। ৩) পাঠক একই খরচে অনেক ম্যাগাজিন পাঠ করার সুযোগ পান। ৪) একই খরচেই তিনি জীবনের অন্যান্য প্রয়োজনও মেটাতে পারেন।
 
‘বাংলা সাহিত্য’ এই অন্যান্য প্রয়োজন মেটানোর কথাটাও মাথায় রেখেছে। সাহিত্য চর্চার পাশাপাশি আম-বঙালির প্রয়োজনীয় সূলুক-সন্ধান দেওয়ার ব্রত নিয়ে অবতীর্ণ হয়েছে বাংলার সাহিত্যাকাশে। মুনাফা নয়, সাহিত্য চর্চার মুক্তাঙ্গন তৈরী করার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করল ‘বাংলা সাহিত্য’। আপনরা সাথে থাকবেন - এই আশা নিয়েই শুরু করছি আমাদের দ্বিতীয় ভাবনা...>>>
বাংলা সাহিত্য :  অনলাইন  ম্যাগাজিন, গ্রাহক হওয়ার নিয়ম
বাংলা সাহিত্য : গ্রাহক হওয়ার নিয়ম

🙏সবিনয় আবেদন

সুধী পাঠক ও লেখকবন্ধু,

বাংলা সাহিত্য : অনলাইন ম্যাগাজিন যেহেতু কোন বিজ্ঞাপন গ্রহণ করে না, সেহেতু ম্যাগাজিন পরিচালনার সমস্ত খরচ ম্যাগাজিন কতৃপক্ষকেই বহন করতে হয়। বর্তমান দুর্মূল্যের বাজারে এই ভার বহন করা দুরহ হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আমরা আপনাদের পত্রিকার গ্রহক হওয়ার অনুরোধ করছি। 

গ্রাহক মুল্য বছরে ১০০ (এক শত) টাকা মাত্র।

নিচের ব্যাংক একাউন্টে গ্রাহক চাঁদা প্রদান করে Transaction ID ইমেল করে পাঠালেই আপনি গ্রাহক হয়ে যাবেন।

আপনারা চাইলে আমাদের আর্থিকভাবে সহায়তাও করতে পারেন।

👩 গ্রাহক চাঁদা (১০০ টাকা), অথবা সহায়তা (সর্বনিম্ন 10 টাকা) পাঠাতে নিচের QR CODE SCAN করুন।

বাংলা সাহিত্য : অনলাইন ম্যাগাজিনের গ্রাহক চাঁদা পাঠানোর QR CODE
গ্রাহক চাঁদা অথবা সহায়তা পাঠানোর QR CODE
এছাড়া
NET BANKING করেও গ্রাহক চাঁদা পাঠাতে পারেন।
অর্থ পাঠানোর একাউন্টসের বিবরণ :
1) Account Holder's Name : K. N. Mondal
2) Bank Name : Bank Of Baroda
3) Account No. 2759-0100-0151-24
4) IFS CODE : BARB0BRAPUR (Fifth Character is ZERO)
অর্থ পাঠালে অবশ্যই ইমেল করে ট্রাঞ্জাকশন আইডি (Transaction ID) পাঠাতে ভুলবেন না।
আপনার পাঠানো অর্থের অবশ্যই প্রাপ্তি স্বীকার করা হবে।
আমাদের EMAIL ID : editorbsali@gmail.com